সাংবাদিক লিপু খন্দকার ‘গার্লফ্রেন্ড চাহিয়া’ একখানা পোস্ট দিয়াছেন।
গার্লফ্রেন্ডের যেই সকল যোগ্যতা থাকা আবশ্যক তাহাও উল্লেখ করিয়া দিয়াছেন লিপু খন্দকার। গার্লফ্রেন্ড হইতে আগ্রহী নারীকে প্রথমত খুবই সুন্দরী হইতে হইবে এবং দ্বিতীয়ত, তাহাকে অবশ্যই হৃদয়বান হইতে হইবে। হৃদয়বান হইবার কারণ দুইটি। প্রথমত: ভালোবাসিয়া লিপু খন্দকারকে হৃদয় দান করিতে হইবে, দ্বিতীয়ত, লিপু খন্দকারের চেহারা দেখিয়া তাহাকে পসন্দ করিয়া হৃদয় দান করিবার হৃদয়হীন সিদ্ধান্ত নিতে হইবে। অতি সুন্দরী এবং হৃদয়বান নারীর সিদ্ধান্তগ্রহণে সহায়তা করিবার উদ্দেশ্যে লিপু খন্দকার তাহার একখানা থ্রি-আর আকৃতির পোট্রেট ছবি যুক্ত করিয়াছেন।
আগ্রহী নারীগণের দৃষ্টি আকর্ষন করিতেছি। বিস্তারিত লিংকে।