‘আপনি যেখানেই থাকুন না কেন, ভালো থাকুন’ – সেলিব্রেটিরা মারা যাওয়ার পরে অনেক স্ট্যাটাসে এই কথা লেখা হয়। এই বাক্যের মধ্যে এক ধরনের কাব্য আছে, অনিশ্চয়তার ইঙ্গিত আছে, শুনতে ভালো লাগে। কিন্তু এই বাক্যের মধ্যে কি সততা আছে?
মৃত্যুর পরে গন্তব্য কোথায়, কি হবে – ধর্মমাত্রেই এর ব্যাখ্যা আছে (ব্যতিক্রম ধর্ম থাকতে পারে, আমার জানা নেই)। কোন ধর্ম পুনর্জন্মে বিশ্বাস করে, কোন ধর্ম করে না। কোন ব্যক্তি ধর্মে বিশ্বাসী হলে তার ধর্মমত অনুযায়ী মৃত্যুর পরে কি হবে, গন্তব্য কোথায় সেটা জানা থাকা উচিত। যদি ধর্মে বিশ্বাসী না হয়, নাস্তিক হয়, তবে তারও একটা বিশ্বাস আছে – মৃত্যুর পর শরীর পঁচে গলে মাটির সাথে মিশে যাবে। যেখানে আমি জানি – মৃত্যুর পরে কি হবে সেখানে ‘যেখানেই থাকুন’ বলি কেন? আমি যা জানি তা কি বিশ্বাস করছি না?
মৃত্যুর পরে কি হবে যদি না জানি বা অল্প পরিমান জানি, তবে বিস্তারিত জেনে নেয়া উচিত। নচেৎ মৃত্যুর পরের এই অবস্থার জন্য নিজেকে প্রস্তুত করি কিভাবে?
মৃত্যুর পরে গন্তব্য কোথায়, কি হবে – ধর্মমাত্রেই এর ব্যাখ্যা আছে (ব্যতিক্রম ধর্ম থাকতে পারে, আমার জানা নেই)। কোন ধর্ম পুনর্জন্মে বিশ্বাস করে, কোন ধর্ম করে না। কোন ব্যক্তি ধর্মে বিশ্বাসী হলে তার ধর্মমত অনুযায়ী মৃত্যুর পরে কি হবে, গন্তব্য কোথায় সেটা জানা থাকা উচিত। যদি ধর্মে বিশ্বাসী না হয়, নাস্তিক হয়, তবে তারও একটা বিশ্বাস আছে – মৃত্যুর পর শরীর পঁচে গলে মাটির সাথে মিশে যাবে। যেখানে আমি জানি – মৃত্যুর পরে কি হবে সেখানে ‘যেখানেই থাকুন’ বলি কেন? আমি যা জানি তা কি বিশ্বাস করছি না?
মৃত্যুর পরে কি হবে যদি না জানি বা অল্প পরিমান জানি, তবে বিস্তারিত জেনে নেয়া উচিত। নচেৎ মৃত্যুর পরের এই অবস্থার জন্য নিজেকে প্রস্তুত করি কিভাবে?