“আকাশ থেকে নেমে এল ছোট্ট একটি প্লেন
সেই প্লেনে বসা ছিল ছোট্ট একটি মেম
সেই মেমকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইওর নেম?
মেম আমাকে উত্তর দিলো, মাই নেম ইজ সুচিত্রা সেন।”
এই ছড়াটি আমি বা আমাদের জেনারেশন তৈরী করেনি, তৈরী করেছিল তারা যারা সুচিত্রা সেনকে তাদের নিজেদের নায়িকা বানিয়ে নিয়েছিল। ছোট্ট মেম সুচিত্রা সেন এখন মৃত্যুশয্যায়। অবশ্য চিত্রনায়িকা সুচিত্রা সেনের মৃত্যু হয়েছে অনেক আগেই, যখন থেকে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন। এখনো আছেন অন্তরালে – যে হাসপাতালে চিকিৎসা হচ্ছে তার রেজিস্ট্রারে নাম পর্যন্ত নেই, ভালো মন্দের খবর পাওয়া যাচ্ছে অনিয়মিতভাবে। কিন্তু বেঁচে আছেন ব্যক্তি সুচিত্রা সেন, চিত্রনায়িকা সুচিত্রার চেহারা নিয়ে যিনি বারবার সংবাদপত্রের শিরোনাম হন। ব্যক্তি সুচিত্রা সেনের জন্য শুভকামনা – সুস্থ্য হয়ে উঠুন কিংবা শান্তিতে ফিরে যান। ছোট্ট মেম চিত্রনায়িকা সুচিত্রা সেন হয়ে বেঁচে থাকুন আমাদের প্রত্যেকের মৃত্যু পর্যন্ত।