এইমাত্র পুলিশ রেড হয়ে গেল বাসায়। গত দুই বছরে এই নিয়ে মোট চারবার।
ভদ্রলোককে সব প্রশ্নের উত্তর দুবার করে দেয়া লাগল। টেবিলের উপর খোলা বই দেখেই বোধহয় বিশ্বাস করতে চাননি – আমি সত্যিই সার্ভিস হোল্ডার। বই উল্টে পাল্টে দেখেছেন – সূর্য দীঘল বাড়ি সিনেমার সমালোচনা পাতা খোলা ছিল – দুই লাইন শুনিয়েও দিয়েছি।
ফ্রেন্ডলিস্টের বন্ধুরা যারা মেস বা বন্ধুবান্ধবের সাথে ফ্ল্যাটে থাকেন, তারা আইডি কার্ড সাথে রাখুন, স্পষ্ট ভাষায় কথা বলুন। বাসায় কোন ধরনের গেস্ট থাকলে পরিচয় স্পষ্ট করে শুরুতেই স্বীকার করুন। সম্ভব হলে অন্য কোথাও রাত কাটাবার ব্যবস্থা করুন।
এই সময়ে পুলিশ ধরলে কমে এক লাখ টাকা, সাথে দুই একটা মামলা – খিয়াল কৈরা কিন্তু