ধনীর বাড়ির ধোয়াপাল্লা

আমার ডেস্ক থেকে মাত্র কয়েক হাত দূরে যে বিল্ডিংটা সেটার মালিক এবং অধিবাসীরা যে বাড়াবাড়ি রকমের বড়লোক সেটা আমি ডেস্কে বসেই টের পাই। সাড়ে তিনতলা বিল্ডিং এর দুটো ছাদ – সেই ছাদ ভর্তি গাছ – আম, পেয়ারা, লেবু, জাম্বুরা, ডালিম, বকুল, হাসনাহেনা, গোলাপ, গাঁদাসহ নানা প্রজাতির পাতাবাহার গাছ। এই বাগান দেখাশোনা করার জন্য দুজন মালি, মাঝে মাঝে তাদের সাথে আরও একজন যোগ দেয় – সম্ভবত সে ড্রাইভার বা অন্য কিছু। মালিকপক্ষের পরিবারে কতজন সদস্য নিশ্চিত জানি না, আমি সব মিলিয়ে দুইজনকে দেখেছি – কিন্তু তাদের কাপড় ধোয়ার জন্য দুইজন মহিলা আছে, সম্ভবত ঘরের অন্যান্য কাজের জন্য আরও তিনজন। প্রতিদিনের কাপড় ধোয়ার জন্য ছাদেই আলাদা ব্যবস্থা করা আছে – জেট গুড়া পাউডার ব্যবহার করে সেখানে সারাদিন ধোয়াপাল্লার কাজ চলে।

আজকে বোধহয় ধোয়ার জন্য কাপড় কম পড়ে গিয়েছে – এই মাত্র প্রায় বারো-পনেরো জোড়া স্যান্ডেল নিয়ে আসা হয়েছে ধোয়ার জন্য।

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *