ঠান্ডা সর্দি হল ছ্যাচড়া রোগ – জ্বর হইলেও লোকে জিজ্ঞেস করে – কবে হল, কেন হল। জ্বর আছে কিনা জানার জন্য কপালে হাত দেয়, সেটা কিন্তু দারুন লোভনীয় এবং উপভোগ্য, কিন্তু সর্দি হলে কেউ নাকে হাত দেয় না, কিভাবে হল সেটাও কেউ কেউ জিজ্ঞাসা করে না, সরাসরি পরামর্শ দেয় – হিসটাসিন খেয়ো।