রিয়েললাইফ বাসভ্রমন কৌতুক

১.
কোন এক ভদ্রলোক বাসের মধ্যে বারবার বিড়ি ধরাচ্ছেন।
সহযাত্রী: বাসে একটা রামছাগল উঠছে। বারবার সিগারেট ধরায়। নামায়া দেয়া উচিত।
সুপারভাইজার: ড্রাইভার সাহে বিড়ি খাচ্ছে স্যার
আমি: 

২.
সাত আটজন পুলিশ বাসে উঠে সার্চ করছে। একই ব্যাগ দুজন সার্চ করে যাওয়ার পর তৃতীয়জন –
পুলিশ: অ্যাই, এই আপেলের ব্যাগটা কার? (জবাব না পেয়ে) আপলের ব্যাগটা কার? আপেলের সবুজ রং এর ব্যাগটা কার?
আরেক পুলিশ: আপেল না স্যার, পেয়ারা।
সবাই: 

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *