১.
দুলাভাইকে সি-অফ করতে গিয়ে এয়ারপোর্টে বসে আছি। আমার পেছন দিকে এক ভদ্রলোক বাহিরে যাচ্ছেন। তার স্ত্রী, মা কান্নাকাটি করছে আর ছোট বাচ্চাটি চুপচাপ দেখছে। একবার মুখ ঘুরিয়ে দেখলাম, তারপর আবার নিজেদের দিকে মনযোগ দিলাম।
হঠাৎ ‘থুঃ’ শব্দে চমকে পেছনে তাকালাম। বাচ্চা ছেলেটি একদলা থুতু ফেলেছে – আর কোথাও নয় – একদম আমার পিঠে!
২.
বড় বোন দুলাভাই-র সাথে মধুমিতা সিনেমাহলে সিনেআম দেখতে গেছি। সিনেমা দেখতে দেখতে আমার বোন ঘুমিয়ে পড়ল। হঠাৎ ‘দ্রিম’ শব্দে চমকে গেলাম, বোনও চিৎকার করে জেগে গেল। পেছনের সারির এক পিচ্চি ঘুমন্ত আপার মাথায় দিয়েছে এক কিল – সিনেমা দেখতে এসে ঘুম?
৩.
কাজিনের বাসায় বেড়াতে গিয়েছি। কাজিনের ছোট ছেলেটা ফুলের ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে দেখলাম। আমরা নিজেরা কথা বলছি হঠাৎ ‘দুম!’ ঝাড়ু দিয়ে আমার মাথায় দিয়েছে এক বাড়ি!
৪.
আমার নয়, সবগুলোই কলিগদের নিজস্ব অভিজ্ঞতা। বাচ্চা কাচ্চা মানেই গুটু গুটু নয় – সাবধান!
দুলাভাইকে সি-অফ করতে গিয়ে এয়ারপোর্টে বসে আছি। আমার পেছন দিকে এক ভদ্রলোক বাহিরে যাচ্ছেন। তার স্ত্রী, মা কান্নাকাটি করছে আর ছোট বাচ্চাটি চুপচাপ দেখছে। একবার মুখ ঘুরিয়ে দেখলাম, তারপর আবার নিজেদের দিকে মনযোগ দিলাম।
হঠাৎ ‘থুঃ’ শব্দে চমকে পেছনে তাকালাম। বাচ্চা ছেলেটি একদলা থুতু ফেলেছে – আর কোথাও নয় – একদম আমার পিঠে!
২.
বড় বোন দুলাভাই-র সাথে মধুমিতা সিনেমাহলে সিনেআম দেখতে গেছি। সিনেমা দেখতে দেখতে আমার বোন ঘুমিয়ে পড়ল। হঠাৎ ‘দ্রিম’ শব্দে চমকে গেলাম, বোনও চিৎকার করে জেগে গেল। পেছনের সারির এক পিচ্চি ঘুমন্ত আপার মাথায় দিয়েছে এক কিল – সিনেমা দেখতে এসে ঘুম?
৩.
কাজিনের বাসায় বেড়াতে গিয়েছি। কাজিনের ছোট ছেলেটা ফুলের ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে দেখলাম। আমরা নিজেরা কথা বলছি হঠাৎ ‘দুম!’ ঝাড়ু দিয়ে আমার মাথায় দিয়েছে এক বাড়ি!
৪.
আমার নয়, সবগুলোই কলিগদের নিজস্ব অভিজ্ঞতা। বাচ্চা কাচ্চা মানেই গুটু গুটু নয় – সাবধান!