তৃপ্তিদায়ক পোড়ামন

পরিচিত দুই নর-নারীর ভাব-ভালোবাসার বিনিময় পরিণয়ে রূপ নেয় এবং নানা রকম ঘাত প্রতিঘাতের মোকাবেলা করে সেই পরিণয় পৌছায় কোন এক পরিণতিতে। এই পরিণতি সফলতার হতে পারে, ব্যর্থতারও হতে পারে। পৃথিবীতে প্রেমের ঘটনা অগুনতি, কিন্তু তার মধ্য থেকে গুটিকয়েক স্থান পায় ইতিহাসে-সাহিত্যে-চলচ্চিত্রে। এরকমই দুই তরুণ-তরুণীর দুর্বার প্রেম কাহিনী নিয়ে জাকির হোসেন রাজু নির্মান করেছেন ‘পোড়ামন‘। প্রেমের আগুনে পোড়া মনের গল্প হলেও এই গল্প আলু-পোড়ার মতই সুস্বাদু, উপভোগ্য।
ছবির ঘটনাস্থল বান্দরবান জেলার রুমা থানা। ঈদের আগের দিন থানা পরিদর্শনে জিআইজি আসলে সেই সুযোগে হাজত থেকে পালিয়ে যায় এক কয়েদী। পলাতক আসামীকে ছুটির মাঝে পুনরায় গ্রেফতার করে কোর্টে হাজির করার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে রুমা থানার ওসি আবিদ। আসামী উদ্ধারের এই ঘটনা গুরুত্ব বহন করলেও মূল ঘটনা আসামী সুজনকে ঘিরে। বাল্যকালের সাথী পরীর সাথে পরিচয়, প্রেম এবং তা থেকে উদ্ভুত ঘটনা পোড়ামন চলচ্চিত্রের প্রধান গল্প।
ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন ফারজানা, চিত্রনাট্য প্রস্তুত করেছেন পরিচালক জাকির হোসেন রাজু। পুলিশ অফিসার আবিদকে কেন্দ্র করে কাহিনীকে জটিল করে তুলতে পারলেও যৌক্তিক সমাধানে পৌছাতে পারেন নি তিনি। সমাপ্তির দিকে পৌছাতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন নানা ফাঁক ফোকর আর দুর্বলতার। পোড়ামন চলচ্চিত্রের মূল ফোকাস হওয়া উচিত ছিল সুজন-পরীর প্রেম, এবং সমাপ্তিটা তাই ট্রেনের সিকোয়েন্সেই শেষ হতে পারতো। কিন্তু কিছু প্রশ্নের উত্তর তখনো অজানা থেকে যায়, ফলে প্রশ্নের উত্তর দিতে গিয়ে হঠাৎ করে গল্প তীব্র বাঁক নেয় এবং সিনেমার সাথে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, এবং কিছুটা অযৌক্তিক, একটি সমাপ্তিতে পৌছায়।
কাহিনীকার এবং চিত্রনাট্যকার গল্পে যেভাবে জটিলতা সৃষ্টি করেছিলেন, সেটা প্রশংসনীয়, কিন্তু এই জটিলতা তৈরীতে আরও একটু যত্নবান হয়ে মজবুত ভিত্তি তৈরী করা সম্ভব হলে ত্রুটিগুলো এড়ানো সম্ভব হত। পাঁচ বছর সংসার করার পর স্বামীর সাথে স্ত্রী এবং স্ত্রী’র পরিবারের মধ্যকার সম্পর্কের পরিণতি যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি নয় এই পরিণতিতে পৌছার কারণ হিসেবে যা উপস্থাপন করা হয়েছে। বিশেষতঃ প্রযুক্তির এই উন্নত যুগে পরিস্থিতি সরলীকরণের সহজতর উপায় মানুষ সাধারণভাবেই অনুসরণ করে। স্ত্রীর সাথে শত্রু-সম্পর্ক ব্যতিক্রম হতে পারে, কিন্তু আবিদ এবং মুক্তির সম্পর্ক দ্বান্দ্বিক হলে শত্রুতার নয়। কাহিনীর এই দুর্বলতা থেকে দর্শকের মনযোগ সরিয়ে রাখে ছবির সংলাপ এবং ঘটনাপ্রবাহ। ​দারুন রসাত্মক সংলাপ এবং বিভিন্ন ধারার ঘটনাপ্রবাহ দর্শককে ছবির সাথে মিশে যেতে সাহায্য করেছে।
পরিচালক জাকির হোসেন রাজু জানিয়েছিলেন, বান্দরবানের সত্যি ঘটনার উপর নির্ভর করে চলচ্চিত্রটি নির্মিত। জানতে আগ্রহ হয়, পুরো সিনেমার ঠিক কতটুকু সত্যি ঘটনার উপর নির্ভর করে তৈরী। ট্রেনের সিকোয়েন্সটা অন্য কোন স্থানে তৈরী সম্ভব হলে মনের ভেতর প্রশ্ন নিয়ে দর্শককে ফিরতে হত না। একই ভাবে প্রশ্ন জাগে, ঈদের সময়কে কেন ঘটনা সংঘটনের সময় হিসেবে তুলে ধরা হল যদি পুরো চলচ্চিত্রে ঈদকে কোনভাবে উপস্থাপন করা সম্ভবপর না হয়।
Poramon 9
এ সকল প্রশ্ন সিনেমা দেখার সময়ে তৈরী হয় না, তার প্রধান কারণ সাইমন সাদিকের চমৎকার, প্রাণবন্ত ও জড়তাহীন অভিনয়। গত বছর এপ্রিলে জাকির হোসেন রাজু-র ‘জ্বী হুজুর‘ চলচ্চিত্রের মাধ্যমে সাইমনের আত্মপ্রকাশ। দ্বিতীয় চলচ্চিত্রে পূর্বের অনেক ত্রুটি কাটিয়ে উঠেছেন তিনি। পুরো চলচ্চিত্রেই সামঞ্জস্যপূর্ণ অভিনয় করেছেন সাইমন, তার অশ্রুভেজা লাল চোখ এবং সংলাপ দর্শক মনে দাগ ফেলতে সক্ষম। সাইমনের পাশাপাশি দক্ষ অভিনেতা আনিসুর রহমান মিলন তার যোগ্যতার পরিচয় দিয়েছেন, যদিও তার চরিত্রটি খুব মজবুতভাবে তৈরী হয় নি। দর্শককে হাসানোর দায়িত্বে নিয়োজিত রতন এবং আলীরাজকে তাদের ভূমিকা পালনের জন্য ধন্যবাদ দেয়া উচিত। রতনের অভিনয় কিছু কিছু ক্ষেত্রে মাত্রা ছাড়ালেও গ্রহণযোগ্যসীমার মধ্যে ছিল বেশীরভাগ সময়।

নারী চরিত্রদের মধ্যে পরী চরিত্রে মাহিয়া মাহি ভালো অভিনয় করেছেন। ভালো অভিনয় করেছেন তার মা চরিত্রে মনিরা মিঠু। সেই তুলনায় মুক্তি চরিত্রে বিপাশা খুব যোগ্যতার পরিচয় দেন নি। কাহিনীর মোড় ঘুরিয়ে দেয়ার সিকোয়েন্সে তার অভিনয় খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সেটা মেকিভাব থেকে মুক্ত ছিল না। আইটেম গানের বাইরে সম্ভবত এই প্রথম বিপাশার উপস্থিতি – অভিজ্ঞতা তাকে আরও মজবুত অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে।
চলচ্চিত্রের গানগুলো অসাধারণ। বিধাতা জানে শিরোনামের গানের অবস্থান ঠিক পছন্দসই না হলেও চিত্রায়ন ও সঙ্গীতে মুগ্ধ না হওয়া সম্ভব হয় নি। টাইটেল সং পোড়ামন এবং জাকির হোসেন রাজুর লেখা ‘পরীর মুখে খুশির হাসি’ গানদুটো মনযোগ কেড়েছে। ‘প্রেমেরও কলসী উছলায়’ শিরোনামে গানের উপস্থিতি বাণিজ্যিক, চিত্রায়ন দৃষ্টিকটু এবং অপ্রয়োজনীয়।
চলচ্চিত্র বিনোদনের মাধ্যম এবং এজন্যই সিনেমাহলে সিনেমা দেখতে যাওয়া। বহুদিন বাদে বাংলাদেশী ছবি দেখে তৃপ্তি নিয়ে হল থেকে বের হওয়া সম্ভবপর হল। ত্রুটিগুলো চোখে পড়ার মত ছিল না; ছবির গতি, গল্প, লোকেশন – মনযোগ সরাতে দেয় নি। কিন্তু কিছু সময় গত হলে তৃপ্তির পরিমান কমে, ত্রুটি স্পষ্ট হয়। হোক, বাংলাদেশী সিনেমাকে বিশ্ববাজারে পৌছে দেয়ার জন্য আমাদের ত্রুটি আমাদেরই খুজে বের করে নিতে হবে, শুধরে নেয়ার চেষ্টা করতে হবে পরের ছবিতে।
প্রিয় জাকির হোসেন রাজু এবং সাইমন সাদিক, পোড়ামন চলচ্চিত্র যথাক্রমে পরিচালনা এবং অভিনয়ের জন্য আপনাদের দুজনকে আমি দারাশিকো অ্যাওয়ার্ড ২০১৩-র জন্য নমিনেশন দিলাম। ধারনা করছি, বছর শেষে সেরা ছবি এবং সেরা অভিনেতার পদকটি আপনাদেরকেই দিতে হবে। বেস্ট অব লাক।
রেটিং: ৪.৫/৫

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

12 Comments on “তৃপ্তিদায়ক পোড়ামন”

  1. আজকে দেখে আসলাম। প্রথম দেড় ঘন্টা মোটামুটি বিরক্ত হয়েছি। যে কোন দৃশ্যে নায়িকার চোখে-মুখে মেক আপের ছড়াছড়ি, সব রকম দৃশ্যেই বাড়াবাড়ি রকমের ফেসিয়াল এক্সপ্রেশন ছিলো বিরক্তিকর। পাহাড়ী ছেলে-মেয়েদের কস্টিউম মোটেও মানানসই নয়। গানের সঙ্গে কোরিওগ্রাফি যা তা। মোটামুটি প্রত্যেকটি গানেই মাহীর একই ধরনের বেসামাল অঙ্গভঙ্গি ছবির সৌন্দর্য এক চিলতেও বাড়াতে পারেনি। সাইমনকে বেশ সম্ভাবনাময় বলে মনে হয়েছে তবে তাকে নিয়ে এখনও উছ্ছ্বাস প্রকাশের সময় আসেনি।
    টিপিক্যাল ঢালিউডি সিনেমা। তারপরও ভালো লেগে যায় টাচি ফিনিশিংয়ের কারনে। যদিও মিলন আর সাইমন-মাহীর গল্প দুটোকে মজবুত করে জোড়া দিতে পারেননি। এ কাজটা পরিচালক ভালো মত করতে পারলে ছবিটা বেশ ভালো মানের একটা ছবি হিসেবে স্বীকৃতি পেতে পারতো।
    তারপরও স্বপ্ন দেখাচ্ছে পোড়ামন

  2. আশায় গুড়েবালি। তামিল মায়না ছবির হবহু নকল পোড়ামন 🙁
    http://en.wikipedia.org/wiki/Mynaa

    Mynaa (Tamil: மைனா; ‘Myna; Telugu: Prema Khaidhi’) is a 2010 Indian Tamil romantic drama film directed and written by Prabu Solomon.

    The film starts with an imprisoned Suruli (Vidharth) recalling his love for Mynaa (Amala Paul) since childhood that becomes more intense as they grow. Though Mynaa’s mother assures Suruli of getting them married, she changes her mind and arranges for Mynaa to marry a man working in Dubai. Infuriated, Suruli threatens to kill her. He is arrested by the police and given a 15-day prison sentence. Mynaa’s mother arranges the marriage a day before his release and Suruli escapes from prison. As the police officer Bhaskar (Sethu) and a constable Ramaiah (Thambi Ramaiah) handcuff Suruli, Mynaa too goes along with him as they decide to get married after he is released from prison.

    On their way, they encounter adventures that include an elephant chasing them and losing their way thereby reaching Kerala. From there, their journey continues, with Bhaskar becoming infuriated with Suruli as he is not able to celebrate his ‘Thala’ Deepavali with his family, busy running behind Suruli. A parallel story reveals Bhaskar’s annoyed wife Sudha and her brothers troubling Bhaskar to come to their hometown to celebrate Diwali. However, Bhaskar soon develops a soft corner for Suruli as he saves him from a freak bus accident. The four go back together to their hometown. Bhaskar assures to get them married after Suruli is released and Ramaiah asks Mynaa to stay in his house for shelter.

    However, Bhaskar instead asks Ramaiah to let Mynaa stay in his house, where his furious wife, still waiting for him, falsely accuses him of having an affair with Mynaa and storms out of the house. Sudha’s brothers arrive at Sudha’s house and kill Mynaa, who they find responsible for the trouble, and throw her body on a railway track. Upon witnessing this Suruli jumps in front of another train. This incident results in a major reaction by Bhaskar, who kills his wife and her brothers and goes to jail.

    1. হা হা হা – এইটা তো এই ছবির সবচে বড় চমক। আমি ভাবছিলাম মিলনের ঘটনাই সবচে বড় চমক হবে। পাইলেন কেমনে?

      1. আবারো নকল এবং পরিচালকের “বান্দরবানের সত্যি ঘটনার উপর নির্ভর করে চলচ্চিত্রটি নির্মিত” – এরকম ধাপ্পাবাজি … … বিরক্তিকর!

        কাউসার রুশোর সমালোচনা ভাল লাগল … … 😉 😉

  3. সবাই দেখি বেশ প্রশংসা করছে। ভালো লাগছে এটা বাংলা ছবির প্রশংসা দেখে। শীঘ্রই দেখে ফেলব আশা করছি।

    1. তবে দুঃখ পেলাম নকল দেখে। আশা করেছিলাম নতুন কেউ নতুন কোনও গল্প লিখবেন বুঝি।

  4. আমি গল্পটা ইউনিক ভাবছিলাম। তাই আগ্রহ নিয়ে দেখতে গেছিলাম। তাছাড়া সবাই ভালোও বলছিলো।
    কিছু অংশ কপি-পেস্ট বা অনুপ্রাণিত হলেও মেনে নেয়া যেতো। এ তো পুরা সিন-টু-সিন কপি 🙁
    আমার ২০০টাকা!!! :'(

  5. গল্পের একটা বড় দুর্বলতা আপনার লেখা এড়িয়ে গেছে। তা হলো ঈদের দিনে ডিআইজির থানা পরিদর্শন এবং একই দিনে বিবাহ? দেশের মানুষ এই পরিমান মাননীয় স্পিকার হয়ে যায় নাই। 🙂 আপনার স্বভাবত সবটাই প্রশংসার। তাইলে আপনি রিভিউ শব্দটা না দিয়া কেবল প্রশংসাকথন নাম দিতে পারেন। দুর্বলতা না বললে তা তারা কাটাইবে কেমনে? এইসব বলতে হয়!

    1. প্রশংসার স্বভাব আছে স্বীকার করি – কিন্তু সিনেমা দেখে আমি যে পরিমান তৃপ্তি পাইছি সেটা কিভাবে বোঝাবো বলেন তো? পুরা লেখা জুড়ে শুধু যদি কে কি ভুল করলো, তাহলে সেইটাও কি রিভিউ হবে? ব্যালান্স করার চেষ্টা করি, হয় না আরকি।

      ঈদের দিনে ডিআইজির থানা পরিদর্শনের ব্যাপারটা চোখ এড়ায় নাই। আমি রিভিউ-তে ঈদের দিনের প্রসঙ্গটা আনছি, খেয়াল করে দেখতে পারেন। আর, ডিআইজি ঈদের দিনে থানা পরিদর্শন করতে আসেনি সম্ভবত। যেদিন এসেছিল, সেদিনই মুক্তিকে নিয়ে আবিদের শপিং করতে যাওয়ার কথা – তার মানে সেদিন ঈদের দিন নয়, ঈদের আগের দিন। এটা পরে আবার বোঝা যায় যখন আবিদের বস, সম্ভবত এসপি, তাকে বলেন যে আগামী দুইদিন বন্ধ আছে, এই দুই দিনের মধ্যে সুজনকে গ্রেফতার করে তৃতীয় দিন কোর্টে হাজির করতে বলে। সেই হিসাবেও ঈদের আগের দিন ডিআইজি থানা পরিদর্শনে আসেন।

      বিয়ে দুটো ছিল – একটা পরীর বিয়ে আরেকটা পরী এবং সুজনের বিয়ে। জেল থেকে পালিয়ে একরাত পরীর বাসার সামনে বসে থাকলে পরের দিন ঈদ-ই হবার কথা, কাহিনীকার/পরিচালক ঈদ উৎসবকে আরোপিত করতে গিয়ে এই গোল পাকিয়ে ফেলেছেন। পুরো ছবিতে কোথাও ঈদ উৎসবের কোন ছিটেফোটাও নেই – সেটাও লক্ষ্য করেছি। কোন ঈদ, সেটাও স্পেসিফিক না।

      এইরকম ভুলে ভরা একটা সিনেমা দেখে কেন আমি তৃপ্তি পাইলাম, সেইটা প্রশ্ন করতে পারেন। সম্ভবত কারণটা এরকম – সিনেমাটা দেখার সময় আমি জানি আমি বাংলাদেশী সিনেমা দেখতে যাচ্ছি, ফলে আমার এক্সপেক্টেশন অনেক কম থাকে। এই মিনিমাম এক্সপেক্টেশনও বাংলাদেশের সিনেমা পূরণ করতে পারে না – এই বছরে আমার দেখা বাকী সিনেমাগুলার রিভিউ দেখতে পারেন – কিন্তু পোড়ামন বেশ ভালোভাবেই পূরণ করেছিল। ভুল ভ্রান্তিতে ভরা সিনেমা ভালো লেগে গিয়েছিল কারণ মনে হয়েছে – হোক ভুল, একটা গল্প তো বলতে পেরেছে!

      এই সফট কর্ণারটা অবশ্য এখন নাই, কারণ জেনে গেছি সিনেমাটা নকল। কেউ যদি নকলটাও ঠিকমত করতে না পারে – তবে তার থেকে কি আর আশা করা যায়?

Leave a Reply to কাউসার রুশো Cancel reply

Your email address will not be published. Required fields are marked *