মাহমুদা~বড়~বৈমান~তাই~কষ্টে~আছে
মাহমুদা~বড়~বেইমান~তাই~কষ্টে~আছ
mhamoda~boro~beiman~tai~koste~
pashani~mhamoda~koste~ase~mamu
Love Is ছলনা You মোরে ভূলনা This My কামনা
তোমরা দেখছনি কোথায় কেমন আছে আমার মাহমুদা
চোখদুটি তার টানাটনা
দেখতে অনেক সুনদরী ওসে দেখতে অনেক সুনদরী!!
বলেছিলো আপন হবে ছেড়ে কেন গেলে তবে
ওসে প্রেমের চেয়ে ভালো জানে কেমনে করে চাতুরী!!
ভালোবাসি আমি যারে তোমরা যদি পাওগো
তারে একবার জিঙ্গেস করো একটা কথা কেন করে লুকোচরি আমার মাহমুদা!!
ইতি তোমারী দেবদাস মামুন_খাঁন
প্রেম করে কেউ সুখী হইছে আমার জানা নাইরে বনধু আমার জানা নাই
এক জনমের দুঃখ নিয়া হাজার নদীর জলদিয়া চোখ ভরিলাম তাই আমি
শুধুই কেঁদে যাই। সেযে বনধু হইলো শত্রু হইলো একাই দুইজনা আমায়
শানতি দিলো শাছতি দিলো সুখ দিলোনা। আমার মত দুঃখী যারা প্রেমে..
হইলো ঘর ছাড়া বিচছেদের অনলে পোড়া আমি তাদেরই গান গাই……
চোখ দিলো সপ্নদিলো ঘুমদিলোনা আমার সকাল নিলো বিকেল নিলো রাত্রী
নিলোনা হায়রে জীয়নতে মরিয়া আছি মরার পরে আবার বাঁচি ভুলেও
একবারও যদি তার দেখা পাই
ইতি মাহমুদারই দেবদাস
মামুন খাঁন
******
কষ্টে থাকা মামুন খান কিংবা পাষানী মাহমুদা দুজনের কাউকেই আমি চিনি না, তবে মামুন খানের কাজ সম্পর্কৈ কিছুটা জানি। তিন বছর আগে সে ইউটিউবে গান এবং সিনেমা আপলোড করা শুরু করে এখন পর্যন্ত প্রায় ১২০০ ভিডিও আপলোড করেছে। এর মাঝে অল্প কিছু সিনেমা এবং সিনেমার গান ছাড়া বিভিন্ন ব্যক্তির একক ভিডিও গান আছে – এদের বেশীরভাগই মামুন খানের ভাষায় ‘হট সং’। প্রিয় গায়ক সম্ভবত মনির খান। প্রিয় চলচ্চিত্র অভিনেতা যে মান্না ভাই সেটা স্পষ্ট শুধু মান্না অভিনীত চলচ্চিত্র আপলোড করা থেকে, এবং, ‘যে *গী’ মান্নাকে মেরেছে’ শিরোনামে টিভি নিউজের ক্লিপ। মামুন খানের সকল ভিডিওতে উপরের বাক্যগুলোর কোনটা লেখা আছে। দেড় যুগ আগে ঢাকার রাস্তায় আইজুদ্দিন তার কষ্টের কথা সবাইকে জানিয়েছিল – মামুন খান এত কষ্ট করে নি – বিনা পয়সায় ইউটিউবের দেয়ালে চিকা মেরে গেছে।
বছর খানেক আগে শেষ পোস্ট করেছে মামুন খান – সম্ভবত তার কষ্ট দূর হয়ে গেছে।