ফেসবুকে #হ্যাশট্যাগ ব্যবহার শুরু হয়েছে। এই সার্ভিসটা মূলত টুইটারের, ফেসবুক কপি করল। বাংলাদেশের বেশীরভাগ ফেসবুক ইউজার টুইটার ব্যবহার করে না বলে #হ্যাশট্যাগ ব্যবহারে কেমন গ্যাঞ্জাম লাগায়া ফেলতেছে। #হ্যাশট্যাগ শুধুমাত্র একটা শব্দকে ট্যাগ করতেছে – ফলে সঠিকভাবে এবং ভালো উদ্দেশ্যে #হ্যাশট্যাগ ব্যবহার করতে হলে শব্দটা যত বড়ই হোক – এক শব্দে নিয়ে আসা উচিত। ইংরেজিতে এটা সহজে করা যায় ক্যাপিটাল লেটার ব্যবহার করে, যেমন #HashTag কিন্তু বাংলায় কি হবে? যেমন আমি লিখলাম #দারাশিকোব্লগ । কিন্তু বাংলা ভাষায় একসাথে লিখলে কিছু ঝামেলায় পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। যেমন – #এখানেপাদিবেননা – বিব্রতকর ট্যাগ, কিন্তু বক্তব্য ভালো। কেউ কেউ আন্ডারস্কোর ব্যবহার করছেন – কিন্তু সবাই মিলে ব্যবহার না করলে এটা আবার কাজে আসবে না। মাত্র শুরু হল, দেখা যাক – হয়তো ব্যবহারে একটা ইউনিটি চলে আসবে।
যথেচ্ছা এবং বিব্রতকর ট্যাগ ব্যবহার না করাটাও এখন শিখে নিতে হবে।
ফেসবুকে #হ্যাশট্যাগ ব্যবহার শুরু হয়েছে। এই সার্ভিসটা মূলত টুইটারের, ফেসবুক কপি করল। বাংলাদেশের বেশীরভাগ ফেসবুক ইউজার টুইটার ব্যবহার করে না বলে #হ্যাশট্যাগ ব্যবহারে কেমন গ্যাঞ্জাম লাগায়া ফেলতেছে। #হ্যাশট্যাগ শুধুমাত্র একটা শব্দকে ট্যাগ করতেছে – ফলে সঠিকভাবে এবং ভালো উদ্দেশ্যে #হ্যাশট্যাগ ব্যবহার করতে হলে শব্দটা যত বড়ই হোক – এক শব্দে নিয়ে আসা উচিত। ইংরেজিতে এটা সহজে করা যায় ক্যাপিটাল লেটার ব্যবহার করে, যেমন #HashTag কিন্তু বাংলায় কি হবে? যেমন আমি লিখলাম #দারাশিকোব্লগ । কিন্তু বাংলা ভাষায় একসাথে লিখলে কিছু ঝামেলায় পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। যেমন – #এখানেপাদিবেননা – বিব্রতকর ট্যাগ, কিন্তু বক্তব্য ভালো। কেউ কেউ আন্ডারস্কোর ব্যবহার করছেন – কিন্তু সবাই মিলে ব্যবহার না করলে এটা আবার কাজে আসবে না। মাত্র শুরু হল, দেখা যাক – হয়তো ব্যবহারে একটা ইউনিটি চলে আসবে।
যথেচ্ছা এবং বিব্রতকর ট্যাগ ব্যবহার না করাটাও এখন শিখে নিতে হবে।