ডেস্কটপে বসে বামের খোলা দরজা-জানালা দিয়ে তাকালে একটা বিশাল উচু বিল্ডিং দেখা যায়।
বারো তলা ভবন।
বারোতম তলায় জানালা বন্ধ থাকে।
বন্ধ জানালার বাহিরে একটা সাদা এয়ারকন্ডিশনার।
পাশের স্লাইডিং গ্লাসের জানালাটা আবার খোলা।
সাদা এয়ারকন্ডিশনারে একটা শঙ্খ চিল প্রায়ই উড়ে এসে বসে।
বিশ্রাম নেয়।
কখনো কখনো খোলা জানালায় বসে ভিতরে তাকায়, দেখে।
শঙ্খ চিলের শরীরটা খয়েরী।
গলাটা সাদা।
বারোতলার মানুষগুলোকে হিংসা হয় – ওদের জানালায় শঙ্খচিল বসে।
ছবি: ইন্টারনেট