পাশের দেশ যদি ভারত না হয়ে মায়ানমার বা পাকিস্তান হত, বাংলাদেশের পত্রিকাগুলোর বিনোদন পাতার যে কি হাল হত ভেবে কূল পাচ্ছি না। প্রতিদিন প্রথম আলো, কালেরকন্ঠ, সমকাল, ইত্তেফাক এবং মানবজমিনের বিনোদন পাতা দেখি। মানবজমিন বাদে বাকী সবগুলার ষাট ভাগ বা তার বেশী খবর আসে ভারত থেকে। বিশ্বাস না হলে আজকের প্রথম আলো দেখুন – আশি ভাগ খবর ভারতের।
বাংলাদেশে খবর নাই? মানবজমিন দেখুন।