আমার এক কাকাকে আমার ফুপাতো ভাই দৈনিক প্রথম আলো এগিয়ে দিয়ে বলল, মামা নেন পত্রিকা পড়েন। কাকা পত্রিকা খুলে লুঙ্গির মত কোমড়ে পেচিয়ে পড়া শুরু করলেন!
কাকা নির্বোধ বা পাগল নন। তার ভাগ্নেদের নির্মল আনন্দ দানের উদ্দেশ্যেই এই কর্ম। এখন পর্যন্ত বেশ কিছু পিচ্চিকে দেখার সুযোগ হয়েছে – বছর আড়াই থেকে তিন বছর। বড় ওড়না ধরিয়ে দিয়ে বলুন – শাড়ি পড়তো! দেখবেন কাপড় পেচিয়ে মাথায় তুলে দিয়েই শাড়ি পড়া শেষ।
আর সেই কৌতুকটার কথা তো বলতেই হয়। বৃষ্টি পড়ে ইংরেজি কি? Bristy Falls নাকি It is Raining? বৃষ্টি যদি পড়েই, তবে কোথা থেকে পড়ছে, কোথায় পড়ছে, কিভাবে পড়ছে? গুরুত্বপূর্ণ সব প্রশ্ন।
আড়ং এর এই ছবিটা দেখার পর এই প্রশ্নগুলোই মাথায় ঘুরছে। শাড়ি পড়া বলতে আসলে কি বোঝায়?
(বি:দ্র: কেউ কি ছবির ভদ্রমহিলাকে ট্যাগাইতে পারবেন? উত্তরটা জরুরী)