চরিত্র খারাপ হয়ে যাচ্ছে !
কোরিয়ান সিনেমায় নাক বোচা সুন্দর সুন্দর নায়িকাগুলোকে একবার দেখেই প্রেমে পড়ে যাচ্ছি। সর্বশেষ পড়লাম ‘চিলিং রোমান্স’ বা ‘স্পেলবাউন্ড’ সিনেমার নায়িকা Son Ye-jin এর প্রেমে। ওয়েবসাইটে ঘেটে ঘুটে দেখলাম বছর দেড়েক আগে ‘আ মোমেন্ট টু রিমেম্বার’ দেখে একই নায়িকার প্রেমে আরও একবার পড়েছিলাম।
একই নায়িকার প্রেমে দুইবার পড়তে হল – চরিত্র নিয়ে সন্দেহ বাড়ছে – বিব্রতকর অবস্থা :/