ফ্রেন্ডলিস্টের বন্ধুগন, বিপদে আছি, সাহায্য করুন।
গত তিনদিন ধরে রাজ্যের যত পিপড়া সারি ধরে কিবোর্ডের তার বেয়ে ঢুকে পড়ছে কিবোর্ডের ভেতরে। ভেতরে কি কোন বার্ষিক সম্মেলন হচ্ছে কিনা বুঝতে পারছি না। আমি আমার পুলিশ বাহিনী দিয়ে নির্বিচারে পিপড়া-হত্যা করেছি, বায়ূ-কামান দিয়ে উড়িয়ে দিয়েছি তারও বেশী – কিন্তু এদের থামানো যাচ্ছে না কোনভাবেই। মাঝে মধ্যে দুএকটা উছৃঙ্খল পিপড়া যে চোরাগোপ্তা আক্রমণ করছে না তা নয়, তবে তা উপেক্ষা করলেও এই গনজমায়েতকে উপেক্ষা করা সম্ভব হচ্ছে না। এরা কি হবে দারাশিকো-র পতনের জন্য সমাবেশ করছে? থামিয়ে দিতে চায় তার কিবোর্ড? আপনাদের ‘বৈদেশিক হস্তক্ষেপ’ ছাড়া কোন সমাধান পাচ্ছি না – অবিলম্বে বুদ্ধি-পরামর্শ দিয়ে সাহায্য করুন।
আমি অসহায় 🙁 🙁