আইটেম গানে অংশ নিতে নানাবিধ শর্ত জুড়ে দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। ঘনিষ্ট সূত্র জানিয়েছে, আইটেম গানটি যাতে কোনোভাবেই অশ্লীল হতে না পারে, সেজন্যই এমন কঠোর অবস্থান নিয়েছেন প্রিয়াংকা। কারণ সম্প্রতি দিল্লিতে শিক্ষার্থী ধর্ষণের ঘটনার পর অনেকে অভিযোগের আঙুল তুলেছেন বলিউডের ছবির এসব আইটেম গানের দিকে। (সূত্র: প্রথমআলো)
নাচতে নেমে ঘোমটা টানা বলতে কি বুঝায় এদ্দিনে বুঝলাম :/