নীরবে-নিভৃতে যে লোকটি লিখতেন, যিনি ‘নারীরা পুরুষকে পাল্টে দিতে চায়’ বলে বিয়েই করলেন না – পড়লেন, পড়লেন আর লিখলেন – সেই মানুষটি আজ চলে গেলেন। যাওয়ার মাধ্যমে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন –
একদিন ব্লগার দারাশিকো হুট করে মারা যাবেন।
সেদিন দারাশিকো’র পাঠক-বন্ধুরা প্রোফাইলে কালো ছবি লাগাবেন, স্মৃতি স্মরণ করে শোক সন্তপ্ত স্ট্যাটাস দিবেন, পুরানো লেখা শেয়ার করবেন, সামু ব্লগে ‘শোক বার্তা’ জানানো হবে।
অল্প কিছু মানুষ দারাশিকো’র মৃত্যু সংবাদে স্ট্যাটাসে ‘ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন’ লিখবেন, অল্প কিছু মানুষ তার জানাযায় যোগ দিবেন, আর হাতে গোনা কিছু মানুষ তার কবর জিয়ারত করে মৃত দারাশিকো’র হয়ে মহান রাব্বুল আলামীনের কাছে ক্ষমা চাইবেন।
সময় গেলে সাধন হবে না, দারাশিকো! সময় গেলে সাধন হবে না ব্লগার-পাঠক বন্ধুরা!!
“
একদিন ব্লগার দারাশিকো হুট করে মারা যাবেন।
সেদিন দারাশিকো’র পাঠক-বন্ধুরা প্রোফাইলে কালো ছবি লাগাবেন, স্মৃতি স্মরণ করে শোক সন্তপ্ত স্ট্যাটাস দিবেন, পুরানো লেখা শেয়ার করবেন, সামু ব্লগে ‘শোক বার্তা’ জানানো হবে।
অল্প কিছু মানুষ দারাশিকো’র মৃত্যু সংবাদে স্ট্যাটাসে ‘ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন’ লিখবেন, অল্প কিছু মানুষ তার জানাযায় যোগ দিবেন, আর হাতে গোনা কিছু মানুষ তার কবর জিয়ারত করে মৃত দারাশিকো’র হয়ে মহান রাব্বুল আলামীনের কাছে ক্ষমা চাইবেন।
সময় গেলে সাধন হবে না, দারাশিকো! সময় গেলে সাধন হবে না ব্লগার-পাঠক বন্ধুরা!!