খুলে যাওয়া প্যান্ট সংস্কৃতি

তার জিন্স প্যান্ট নিচে নামতে নামতে পাছা বের হয়ে গেছে, দুই পায়ের নিচে ঢুকে গেছে প্যান্ট। আমি অন্তত: তিনবার ডেকে বললাম – ‘তোমার প্যান্ট তো খুলে যাচ্ছে! আসো প্যান্ট উপরে তুলে দিই।’ সে তিনবারই বলল – “লাবিব করে!” তার মায়ের কাছ থেকে জানা গেল মামাতো ভাই লাবিবও এই কায়দায় প্যান্ট পড়ে। লাবিব টিনএজের শেষপ্রান্তে আর এর বয়স মাত্র দুই !

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *