কনফেশান:
আমি ১৯৯৯/২০০০ সালে রমজান মাসে তারাবীহ নামাজের সময় ঢাকার কলাবাগানস্থ বশিরউদ্দীন রোড জামে মসজিদের দোতালা থেকে একজোড়া বাটার স্যান্ডাল চুরি করেছিলাম। দশ রাকাত শেষ থেকে শুরু করে আঠারো রাকাত পর্যন্ত অপেক্ষা করেছি, উনিশ রাকাতের সিজদায় গেলে টার্গেটকৃত স্যান্ডাল নিয়া বের হয়ে আসছিলাম। ওটাই প্রথম, ওটাই শেষ।
উল্লেখ্য, আমার স্যান্ডাল অন্য কেউ চুরি করেছিল, তাই, সেই মূহুর্তে, চুরি করা ছাড়া আমার অন্য কোন উপায় ছিল না।