কিম কি দুক : সিনেমার পর্দায় যিনি কবিতা লিখেন

ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো – আকাশের ঠিকানায় চিঠি লিখার কথা বলে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কি বোঝাতে চেয়েছিলেন সেটা ঠিক না বুঝলেও এটা বুঝি যে কবিতা সবসময় বোঝার মতো নয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতাটি কি ভেবে লিখেছিলেন সেটা তিনিই জানেন অথচ পরীক্ষায় পাস করার জন্য আমাদের মুখস্ত করতে হয়, তিনি এই জীবনের সময় স্বল্পতার কথা তুলে ধরেছেন! আমি ব্যর্থ মানুষ, কবিকেও চিনি না, কবিতাও বুঝি না। আমার এই ব্যর্থতার পাল্লা আরেকটু ভারী হচ্ছে কিম কি দুকের সিনেমা দেখে।

কিম কি দুকের সিনেমার সাথে আমার প্রথম পরিচয় ঘটে স্প্রিং সামার ফল উইন্টার অ্যান্ড স্প্রিং সিনেমার মাধ্যমে। একটা সিনেমা দিয়ে একজন পরিচালককে বোঝা সম্ভব নয় এটা সত্যি, কিন্তু এটা ধারণা করতে পেরেছিলাম যে তিনি একজন গুনী পরিচালক। কারণ মনের ভাব শব্দে প্রকাশ না করে ইমেজের মাধ্যমে প্রকাশ করা নি:সন্দেহে এক মুন্সিয়ানা।

সাউথ কোরিয়ান এই সিনেমা পরিচালক জন্মেছিলেন ডিসেম্বরের ২০ তারিখে, সময়টা ১৯৬০ সাল। শিল্পকলা নিয়ে পড়াশোনা করেছেন, হয়তো এ কারণেই তার নির্মিত সিনেমায় কাহিনী আর ঘটনার বিমূর্ত চিত্র ফুটে উঠে বেশ সফলতার সাথে। স্প্রিং সামার .. স্প্রিং সিনেমাটি তার নবম সিনেমা। এই সিনেমার মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশ কিছু দর্শক সৃষ্টি করলেও তার যাত্রা শুরু হয় ক্রোকোডাইল সিনেমার মাধ্যমে।

১৯৯৬ সালে নির্মিত সিনেমা ক্রোকোডাইল। সিনেমার প্রধান চরিত্র পুরুষটি হান নদীর তীরে বাস করে এবং একদিন আত্মহত্যা থেকে বাচায় এক নারীকে। কিন্তু পরবর্তীতে তাকেই ধর্ষন প্রচ্ষ্টো থেকে তাদের মধ্যে সৃষ্টি হয় এক অস্বাভাবিক সম্পর্ক। উইকি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাহিনী জানা গেলেও সিনেমাটি দেখার সুযোগ হয়ে উঠেনি এখনো। খুব অল্প বাজেটে নির্মিত এই সিনেমাটি কিম কি দুকের চলচ্চিত্র জগতে প্রবেশ করতে সহায়তা করেছিল।

২০০০ সালেই কিম কি দুক নির্মান করেন আরেকটি সিনেমা, নাম ‘রিয়েল ফিকশন’। সিনেমা হিসেবে খুব আলোচিত না হলেও এর নির্মান পদ্ধতির জন্য এটি আলোচিত। উইকি বলে এই সিনেমাটি রিয়েল টাইমে নির্মিত, কোন রিটেক নেয়া হয় নি এবং ইচ্ছে করেও লো কোয়ালিটির অনেক ভিডিও এখানে ব্যবহার করেছেন কিম।

থ্রি আয়রনের পরে কিম আরও চারটি সিনেমা নির্মান করেছেন, প্রত্যেক বছরে একটা করে। ২০০৮ এর পর থেকে তার সিনেমা নির্মান এখন পর্যন্ত বন্ধ আছে। তার সবকটি সিনেমার চিত্রনাট্যকারও তিনি। স্প্রিং সামার থেকে শুরু করে বাকীগুলোর সম্পাদনা করেছেন তিনি, অতঁর বলতে যা বোঝায় কিম এখন তাই। কিমের চারটি সিনেমা দেখার পর তার ডিরেক্টোরিয়াল স্টাইল সম্পর্কে কিছু ধারণা পাওয়া যাচ্ছে।

কিমের সিনেমার চরিত্ররা কথা কম বলে। এই ‘কম’ এর মাত্রা এতটাই তীব্র যে পুরো সিনেমায় তাদের ডায়লগ থাকে না বললেই চলে, সেক্স নিয়ে কিমের কোন আদিখ্যেতা নেই, কিমের সিনেমায় হিংস্রতার একটা প্রকাশ থাকেই। দ্য আইল সিনেমায় মেয়েটির কোন ডায়লগ নেই, একটি তীব্র চিতকার ছাড়া। থ্রি আয়রন সিনেমায় মোটরবাইকের আরোহীর কোন ডায়লগ নেই, নায়িকা মেয়েটিরও ছিল না, কিন্তু শেষে দু একটি ডায়লগ পাওয়া যায়।

স্প্রিং সামারে ও একই অবস্থা। সেই দিক থেকে কিম কি দুকের সামারিটান গার্লে সংলাপ রয়েছে বেশ। অবশ্য লক্ষ্য করলে বোঝা যাবে তার সিনেমার ঠিক সেই মানুষগুলোই চুপচাপ যাদের রয়েছে কোন না কোন অপরাধবোধ। কিমের ভাষায়, মানুষের প্রতি তাদের বিশ্বাষ ভঙ্গ হয়েছে, তাই তারা নিরব। তাদের নিরবতা এক প্রকার ভাষাই, সাইন ল্যাঙ্গুয়েজ। এমনকি তাদের হিংস্রতা তাদের এই গোপন কষ্ট আর বেদনারই একটা বহি:প্রকাশ।

সিনেমায় কিম বেশ হিংস্র, বিশেষ করে জীবিত কীট পতঙ্গ, প্রানীর বেলায় – তার প্রায় সিনেমায় এটা দেখা যায়। মানুষের ক্ষেত্রেও এটা দেখা যায়। দি আইল মুভিতে মানুষকে শাস্তি দেয়ার রূপ অসহ্য।

সব মিলিয়ে কিমের সিনেমা কিরকম? আত্মজীবনী? কিম কি দুক বলেন, অনেকটাই। নিজের জীবনের বেশ কিছু প্রশ্নের সমাধান তিনি খুজে নিচ্ছেন তার পরিচালনার মুণ্সিয়ানা দিয়ে। কতটা কাব্যিক তার সিনেমা? কিম বলেন, সেমি অ্যাবস্ট্রাক্ট। আসলেই সেমি অ্যবস্ট্রাক্ট। বাস্তবতার বাহিরে আরও অতিরিক্ত কিছু, সেখানে কিমের কল্পনা, আমাদের স্বপ্ন – সব কিছুর সংমিশ্রন।

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

14 Comments on “কিম কি দুক : সিনেমার পর্দায় যিনি কবিতা লিখেন”

  1. আমি আসলে কোরিয়ান মুভি অনেক পছন্দ করি…বিশেষ করে রোমান্টিক মুভিগুলো…আপ্নার কাছে কিছু ভালো কোরিয়ান মুভির তালিকা থাকলে প্লিজ নামগুলো মেইল করবেন……ধন্যবাদ

  2. আসলে বস সত্যি কথা হলো আমি কোরিয়ান সিনেমা দেখছিই সব মিলে ছয়/সাতটি। সবগুলোর তালিকাই ব্লগে দিয়েছি। দেখি নাই কিন্তু এখন সংগ্রহে আছে এমন কোরিয়ান সিনেমার মধ্যে রয়েছে –
    টাইম (কিম কি দুক)
    দ্য ড্রিম (কিম কি দুক)
    দ্য বো (কিম কি দুক)
    সিমপ্যাথি ফর লেডি ভেনজেন্স (পার্ক চ্যান ওক) (এইটা ভেনজেন্স ট্রিলজির থার্ড পার্ট)

    নামাচ্ছি –
    আই অ্যাম আ সাইবর্গ, বাট দ্যাটস ওকে! (পার্ক চ্যান ওক)
    থার্স্ট (পার্ক চ্যান ওক)

  3. @অনিক আহমেদ । নিচের মুভিগুলা সংগ্রহ করে দেখবেন । রোমান্টিক মুভি হিসেবে (নিচের প্রথম ৭ টা)এর চেয়ে ভাল মুভি আমি আমার ইহজীবনে দেখি নাই ।
    1. my sassy girl(2001)
    2.Daisy(2006)
    3.A moment to remember(2003)
    4.The classic(2003)
    5.3-iron(2004)
    6.My little bride(2004)
    7.Il mare(2000)
    8.ditto

    যুদ্ধের থিম নিয়ে ৩ টা মুভি
    1.taegukgi(brotherhood of war)
    2.welcome to dongmakgol
    3.JSA(joint security area)

    রহস্য ও সিরিয়াল কিলার ও গ্যাংস্টার থিম নিয়ে
    1.the chaser
    2.Memories of murder(আমার দেখা অন্যতম সেরা সিরিয়াল কিলার মুভি)
    3.Peppermint candy
    4.A bittersweet life
    5.friend(chingoo)**highly recommended**
    6.the host (সবচেয়ে ব্যয়বহুল কোরিয়ান মুভি)

    হরর থিম নিয়ে একটাই দেখসি ভাল।
    1.a tale of two sisters

    অন্যান্য থিম নিয়ে
    1.the way home
    2.Marathon
    3.breathless(2009)
    4.the king and the clown
    5.Musa(alternate title -> the warrior princess)

    আমার দেখা কোরিয়ান মুভির সংখ্যা অর্ধশতাধিক । মুভি ডিটেইলস IMDb তে পাবেন । আপনার যেইটা ভাল লাগে সেইটাই দেখবেন। ভাল লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না ।
    [email protected]

    OLDBOY এর কথা বললাম না কারন ওইটা দেখে নাই এমন মানুষ দিনদিন কমে যাচ্ছে । চ্যান উক পার্ক ও কিম কি দুক এর দায়ভারও দারাশিকো ভাইয়ের হাতেই ন্যস্ত করলাম ।

    1. ঠিক বুঝলাম না…. মুভিটার কথা কাওকেই বলতে দেখলাম না. | 🙁 মনে হয় শুধু আমার কাছেই ” A MILLIONAIRES FIRST LOVE” মুভি টা দুর্দান্ত লাগসে……. 🙁 ইভেন বেটার দেন “A MOMENT TO REMEMBER”……….

  4. আসিফ ভাই তো কোপায়া দিলেন। এত এত কোরিয়ান সিনেমা দেখার কারণ কি বস? জাস্ট প্যাশন, নাকি থাকেন ঐ দেশে?
    চ্যান উক পার্ক নিয়া লেখার প্রিপারেশন নিচ্ছি। কিম কি দুক আবার আপডেট করার ইচ্ছা আছে।
    আপনার লিস্টা সংগ্রহে রাখলাম। দেখতে হবে একে একে …
    থ্যাঙ্কস আ বিলিয়ন 😉

  5. আমার ভাই মাথায় ব্যারাম আছে (‌-_*) .a moment to remember দিয়া ফার্স্ট শুরু করেছি । এরপর সারাদিন শুধু কোরিয়ানই খুজি আর দেখি । আমার ফরেইন মুভির কালেকশন আপনারে দেখাইতে পারলে শান্তি পাইতাম । আজাইরা পুলাপান এইসব জিনিসের মর্ম বুঝে না :প । আমি বঙ্গদেশেই বাস করি । আপনার চেয়ে জুনিয়র । বুয়েটের ছাগু । ২য় বর্ষে ঝুইলা আছি । অন্য পুলাপান দেখি থার্ড ইয়ারে উইঠা যাইতেসে 🙁

  6. Kim Ki-duk-এর সিনেমার লিংক দিতে পারেন কি? কৃতজ্ঞ থাকবো। আপনার রিভিউ যদিও এখনো পড়া হয়নি।

  7. প্রিয় শামান সাত্ত্বিক, সিনেমার লিংক তো দিতে পারছি না এই মুহূর্তে, তবে http://www.stagevu.com এ সার্চ দিয়া দেখেন। এখানে প্রায় সবগুলো সিনেমাই আছে। আগামীকালকে চেষ্টা করবো সিনেমাগুলোর লিংক দেয়ার জন্য। আজকে এক্টু বিজি 🙂
    আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। আশা করছি সামনেও আপনাকে পাওয়া যাবে 😉

  8. স্প্রিং সামার ফল উইন্টার অ্যান্ড স্প্রিং দেখলাম। কেমন যেন মোহাচ্ছন্ন লাগতেছে। সিনেমার কিছু কাজ ওয়ার্ল্ড ক্লাস লাগছে। থ্রি আয়রন অনেক বেশী ভাল লাগছিল

  9. ami to preme porini…..prem amar upore poreche……..osadaron….onek age e comments kortam but chachhilam sobgula movie dekhe tapor comments korbo……ek kothai ekhon sudu korean movie e khuji……ro duita movie dekhlam -Bandhobi r banga banga……balo legeche……:)….thanks samu- jar through te eisob jante perechi…..Darashiko bhai……Thanks diya apnare choto korum na….but keep rolling….lolz

  10. কোরিয়ান মুভি দেখার পর আমার মনে হয়েছে সময় কাটানোর জন্য হলিউডি মুভি না দেখে বরং কোরিয়ান মুভি খোঁজা উচিত। ইতিমধ্যে বহু জনপ্রিয় জনপ্রিয় মুভি দেখেছি। একটা কালেকশন করেছি http://www.download.lutfur.net এ। এখানে অনেক কোরিয়ান মুভির ডাউনলোড লিংক আছে। সময়ের অভাবে দ্রুত আপডেট করতে পারছি না।
    আশা করি আমার ব্লগ থেকে কিছু ভালো মুভি পেতে পারেন।

  11. বাহ, চমৎকার, এই তো চাই। ধন্যবাদ লুৎফর রহমান। আপনার সাইটে যাচ্ছি, পারলে কিছু নামিয়ে আনবো 😉
    আবার আসবেন 🙂

  12. @আসিফ আল হাই ভাই, কোরিয়ান রোমান্টিক মুভি হিসেবে আপনার লিস্টসহ নিচে আরো এমন কিছু ভাল মুভি্র লিস্ট দিলাম যা আমি আমার ইহজীবনে দেখি নাই!! :p

    1. I gave my first love to you (Japanese)
    2. A millionaires first love
    3. Someone special
    4. …Ing
    5. My love
    6. Our happy time

    বোনাস –
    ১. Too beautiful to lie (comedy)

Leave a Reply to anik ahmed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *