সিনেমা “হীরক রাজার দেশে”র রিভিউ-কবিতা সিনেমা

হীরক রাজার দেশে
হীরক রাজার দেশে


১৯৮০ সালে সত্যজিত রায় এর হীরক রাজার দেশে মুক্তি পায়। গুপী গাইন আর বাঘা বাইন কে নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি পছন্দ নয় এমন লোক খুজে পাওয়া ভার। এই সিনেমাটি মুক্তি পাওয়ার পরে আনন্দবাজার পত্রিকায় একটি রিভিউ লেখা হয়েছিল। তবে মজার ব্যাপার হলো, এই রিভিউটি লেখা হয়েছিল কবিতার মতো ছন্দে ছন্দে, ‘হীরক রাজার দেশে’ সিনেমার ডায়লগের মতো মিলিয়ে মিলিয়ে … কে লিখেছিল তা কিন্তু জানি না।

হীরক রাজার দেশে’র রিভিউ

হীরক রাজার দেশে ফিল্ম দেখে আদ্যোপান্ত,
সত্যি কথা খুলেই বলি লেগেছে দুরন্ত।
মিল মিলিয়ে কথাবার্তা, ছড়ার ছড়াছড়ি,
গানের উপর গান জমেছে, উসুল গাটঁ এর কড়ি।

যেমনি সুর তেমনি কথা, রাগের কি বাহার,
রবি বাবুর পরেই মানিক শ্রেষ্ঠ সুরকার।
উপেন বাবুর নাতি তিনি, টাটা বাবুর ছেলে
হীরার সঙ্গে মানিক জ্বলে, ক’টি তে এক মেলে।

গুপীবাঘার পরের অংশ, সেই বাঘা সেই গুপি,
সত্যাজিতের মাথায় উঠলো আর একখানা টুপি।
শুন্ডি রাবার ডাবল জামাই, ঘুমায় ও খায় দায়,
হারাম বলে আরাম ছেড়ে বাইরে যেতে চায়।

ভুত বাবাজির বরে বেড়ায় যখন যেথায় মন,
কখনো সাগর, কখনো পাহাড়, কখনো গভীর বন।
ঢোল বাজিয়ে, গান শুনিয়ে নানা রকম বেশে,
হঠাৎ এসে হাজির হলো হীরক রাজার দেশে।

হীরক রাজা জবর রাজা, করেন মগজ ধোলাই,
বেয়াদপ এর জন্য রয়েছে ধোলাই ঘরটা খোলাই।
মুখে রাজার মধু ঝরে, কাজে দেখান কলা
মজুর মরে, চাষী মরে, মরে গানের গলা।

মন্ত্রীরা সব কলের পুতুল, ঘাড়টা নেড়েই খুশি,
রাজার জন্য কোর্মা-পোলাও, প্রজার জন্য ঘুষি।
বই পড়িয়ে স্কুল ঘুড়িয়ে মেটান মনের সাধ
উদয়ন নাম গুরুমশাই জানান প্রতিবাদ।

বাড়ি ছেড়ে পালান তিনি পাহাড় জঙ্গলে,
মজুর চাষী খেপিয়ে বেড়ান, খেপান ছাত্র দলে।
উদয়ন এর সঙ্গে তখন দেখা গুপীবাঘার,
তিন জনেতে শলা করে রাজায় করে কাবার।

হরেক রকম ফন্দি ফিকির শেষে ওদের জিত
নিজের মূর্তি নিজে ভাঙ্গেন, রাজামশাই চিৎ।
রাজ্যি জুড়ে বাদ্যি বাজে, আর থাকেনা ভয়,
রাজা প্রজা সব একাকার, গুপীবাঘার জয়।

তপেন রবি দারূন জুটি, গানে অনুপ বাবু,
গলায় ঢোলে মাত করেছে, আমরা সবাই কাবু।
একটি গানে অমর পাল এর গলা প্রশংসার,
সেই গানে বেশ ঠোট মেলান রবিন মজুমদার।
যেনো কসাই রাজা মশাই, দুত্তজা উতপল,
অভিনয়ের তুলনা নেই, বাক্য অনর্গল।

শান্ত্রি-মন্ত্রী বিদুষক আর কবি গনতকার,
সাজ পোষাকে চলে ফিরে বড়ই চমৎকার।
সেটের বাহাদুরি আছে, দারুন রঙ এর সেন্স,
স্বপ্নপুরী হাজির করে সৌমেন্দুর লেন্স।
রাজা বাদশা নিমন্ত্রিতের মেকআপ দেখার মতো,
যেমন নাগরা তেমন পাগড়ি, গোফ এর কায়দা যতো।

সম্পাদনা ফাস্টোকেলাস, নদীর মতো গতি,
শব্দ গ্রহণ নিচুমানের হয়নি কো এক রতি।
তোষাখানার ছবি আনার দৃশ্যে বাজিমাত,
বাঘের সঙ্গে চোখের লড়াই, ভয়ে আটকায় বাত।

খুব স্বাভাবিক এসে গেছে হিন্দু মুসলমান,
বাঙ্গালী যে কেবল হিন্দু সেই তত্ত্ব খান খান।
ফ্যান্টাসি আর রিয়েলিটি মিলেছে এক ঠায়,
টায়ে টায়ে মিল্লো কিনা সেটাই দেখা চাই।
গুরু মশাই গুরুতরো রামগরুর এর ছানা,
সৌমিত্রকে দেখতে পেলেই ফ্যান্টাসি হয় কানা।
বিজ্ঞানী আর শুন্ডি একই ব্যক্তি কেন?
ফেলুদার সেই জটায়ুকে দেখা গেল যেনো!!

এত বড় রাজা কেন মাটির মূর্তি গড়ে?
টান মারলে পায়ে ফাটল, গুলতিতে নাক পড়ে!!
গুপীবাঘা দরবারে যেই ঢুকলো কপাল ঠুকে,
তখন কেন থামলো ছড়া হীরক রাজার মুখে?
খুজলে পরে আরও দু-চার ধরতে পারি খুত,
এইতো যেমন কবির বচন হয়নি তেমন জুত।

তবে এসব ছোট্ট একটি, তুচ্ছ সুনিশ্চয়,
ভালোর সংখ্যা একানব্বই, মন্দের সংখ্যা দশ কি নয়।
মগজ ধোলাই, বস্তি সাফাই, রাজার ভেড়ার পাল,
খুজতে গেলে ইচ্ছে মতোন পাবেন প্যারালাল।
কেউ বলবেন ইমার্জেন্সি কিংবা কম্যুনিস্টি,
স্ট্যালিন, আমিন নয় হিটলার – নামের লম্বা লিস্টি।

কিন্তু ওসব গৌন ব্যাপার, মৌন থাকাই শ্রেয়,
হাজার হাজার খাবার আছে, চর্ব চোষ্য পেয়।
ওসব হলো তাদেরই কাজ, ছিদ্র খোজেন যারা,
সত্য ও কাল আটকে রেখে রসকে টিপে মারা।
বরং আমি ঠিক করেছি কাটতে যাবো ফিতে,
সাত হপ্তা পুর্ণ হলো হীরক জয়ন্তী-তে।

About দারাশিকো

আমি নাজমুল হাসান দারাশিকো। লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি। পেশাগত এবং সাংসারিক ব্যস্ততার কারণে অবশ্য এই ভালোবাসা এখন অস্তিত্বের সংকটে, তাই এই ওয়েবসাইটকে বানিয়েছি আমার সিন্দুক। যোগাযোগ - darashiko(at)gmail.com

View all posts by দারাশিকো →

6 Comments on “সিনেমা “হীরক রাজার দেশে”র রিভিউ-কবিতা সিনেমা”

  1. চমৎকার রিভিউ। আনন্দবাজার এর তুলনা নেই। রিভিউটি কে লিখেছেন জানা খুব দরকার। পারলে জানায়েন।
    হীরক রাজার দেশের ছড়াগুলো এখনও মাঝেমাঝে শুনি।

  2. আনন্দবাজারের এই রিভিউটা কে লিখেছে তা জানার জন্য বেশ চেষ্টা করেছি, কিন্তু পাওয়া যায় নি।
    রিভিউটাই পাইনি অন্য কোন সাইটে ..

  3. দারুন একটা ব্যপার জানলাম। হদিস পেলেন কেম্নে??
    বুকমার্ক করে রাখলাম।
    ছড়াটার শেষাংশ বোধহয় বাদ পড়ে গেছে

    1. বাদ যে পড়ে গেছে সেটা এইমাত্র নোটিশ করলাম।
      কোন একটা সাইটে পেয়েছিলাম ছড়াটা। কিন্তু এখন সার্চ করতে গিয়ে সেইটাও পেলাম না। ভাগ্যিস, এই সাইটের আগের ভার্সন ব্লগস্পটে কবিতাটা ছিল, সেখান থেকে ল্যাজটুকু কপি করে আবার জোড়া দিলাম 🙂

Leave a Reply to কাউসার রুশো Cancel reply

Your email address will not be published. Required fields are marked *