ছোটবেলার ঘটনা।
আমাদের মধ্যে শাওন একটু বেকুব গোছের, সহজে কোন কথা ধরতে পারে না। তাকে নিয়েই মজার ঘটনা।
আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছলাম, আমাদের এক বন্ধু টয়লেটে ঢুকে পড়েছিল ভিতরে কেউ আছে কিনা সেটা পরীক্ষা না করেই। তার ভায়ায়, ‘ঢুইকা দেখি ব্যাটা খারাইয়া খারাইয়া ঢিলা করতাছে, টের পায়নায়, আমিও আস্তে দরজা বন্ধ কইরা দূরে আইসা কাশি দিলাম।’ বর্ণনা ভঙ্গি খুব ইন্টারেস্টিং ছিল, তাই আমরা সবাই খুব হাসছিলাম, একমাত্র শাওন ছাড়া।
ঢিলা মানে জানা না থাকায় সে ঘটনাটা বুঝতে পারে নাই! তার কাছে ঢিলা মানে লুজ মানে ঢোলা মানে বুদ্ধি কম, কিন্তু সেটা কিভাবে করা হয়, তাও আবার টয়লেটে সেটা মাথায় ঢুকছিল না। তাই সে প্রশ্ন করে ফেলল, ঢিলা মানে কি?
আমরা তাকে বোঝাতে শুরু করলাম, তুই প্রশ্রাব করার পর পানি নেস?
হু নেই।
কিভাবে নেস?
কেন বদনায় নেই!
আরে গাধা তুই পানি খরচ করসনা?
করি তো, তাতে কি হইছে?
এইটাই ঢিলা করা।
বুঝিনাই…
তুই পানি খরচ কিভাবে করস?
কেন, বদনায় পানি নিয়া ঢাইলা দিই…..
আমরা বোঝানো বাদ দিয়ে হাসিতে গড়াগড়ি খাই! হা হা হা